পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 3 September, 2025, 8:10 AM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জনের বেশি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- মেঙ্গল (বিএনপি-এম) এর সমাবেশে এ বিস্ফোরণ ঘটে। দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।
জিও নিউজের খবরে বলা হয়েছে, আহতদের দ্রুত কোয়েটা সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিএনপি-এম এর ভারপ্রাপ্ত সভাপতি জানিয়েছেন, হতাহত আরও বেশি হতে পারে। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এ হামলাকে মানবতার শত্রুদের কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: