Publish: Wednesday, 3 September, 2025, 8:07 AM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় একদিনে শিশু ও সাংবাদিকসহ অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩২ জন ত্রাণের আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ক্ষুধাজনিত কারণে ১৩ জন মারা গেছেন। চলমান মানবিক সংকটে এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে অন্তত ১৩০ শিশুসহ ৩৬১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এদিকে, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে গাজা সিটি দখলের অভিযানে সহায়তায় আরো ৪০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র যেন ভিসা প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে—এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এ ছাড়া কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে হামাস রাজি থাকলেও ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ডার্ক টু হোপ/এসএইচ