বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫,
২০ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
নড়াইলে আউশ-আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
নড়াইল প্রতিনিধি
Publish: Wednesday, 3 September, 2025, 7:52 AM

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে আউশ ও আমন ধানের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ দুই মৌসুমী ধানের ভালো ফলনে কৃষকের মুখে ফিরেছে হাসি। ইতোমধ্যেই অনেক কৃষক পাকা আউশ ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন।

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্লুইসগেট দিয়ে নদীর লোনা পানি বিলে প্রবেশ করায় এ অঞ্চলে আউশ ও আমনের চাষ বন্ধ ছিল। তবে চলতি মৌসুমের শুরুতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে স্লুইসগেটগুলো বন্ধ করে দেওয়া হয়। এর ফলে কৃষকেরা আবারও ধান চাষে আগ্রহী হন।

পিরোলী, নাউলি, আমতলা, গোপীনাথপুর ও ইছামতি বিলসহ কয়েকটি এলাকায় প্রায় দুই শতাধিক কৃষক এ মৌসুমে আউশ ও আমনের আবাদ করেছেন। স্থানীয় কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হয়েছে বলে জানিয়েছেন তারা।

পিরোলীর কৃষক গোলাম মোর্শেদ শেখ বলেন, “স্লুইসগেট বন্ধ হওয়ার পর এলাকায় মাইকিং করে কৃষকদের ধান চাষে উৎসাহিত করা হয়। বহু বছর পর জমিতে ধানের শীষ দেখে আমরা আনন্দিত।”

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন সরকার জানান, চলতি মৌসুমে এ অঞ্চলে আউশ ও আমনের ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকেরা আবারও মিষ্টি ও সুস্বাদু চালের ঐতিহ্য ফিরে পেয়েছেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বলেন, “কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে নদী থেকে লোনাপানি বন্ধে প্রশাসন, কৃষি ও মৎস্য অফিস ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে উদ্যোগ নেয়। এর সুফল এখন কৃষকের ঘরে ঘরে পৌঁছে গেছে।”

কৃষি বিভাগ জানিয়েছে, শুধু ধান নয়, বিলের মিঠাপানিতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের উৎপাদনও বেড়েছে। ফলে এ অঞ্চলের কৃষকরা দ্বিগুণ লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লুট ১৩০ রামদা উদ্ধার হয়নি, মামলার আসামি নিয়েও প্রশ্ন
২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামি খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন এক বাংলাদেশি
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত, তিনদিনের শোক ঘোষণা
শ্রমিকদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ, আজ থেকে খুলছে উত্তরা ইপিজেড
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝