শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রবাস
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন এক বাংলাদেশি
অনলাইন ডেস্ক
Publish: Thursday, 4 September, 2025, 7:49 AM

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন এক বাংলাদেশি অভিবাসী। কিন্তু যাত্রাপথেই তার মৃত্যু হয়। যে নৌকায় তিনি ছিলেন সেটি ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছালেও বাংলাদেশি ওই ব্যক্তি পৌঁছান প্রাণহীন দেহে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে লাম্পেদুসা উপকূলে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশের সদস্যরা। ওই নৌকা থেকে আরো ৫১ জন অভিবাসীকেও জীবিত উদ্ধার করা হয়। তবে নিহত বাংলাদেশির নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষের ধারণা, নৌকার ভেতরে থাকা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দু’জন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছেন। সকলকে দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসীরা আরও জানান, কোস্টগার্ড পৌঁছানোর আগে তাদের এক সঙ্গী সমুদ্রে পড়ে যান। তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫
সবজির বাজারে অস্থিরতা, নিত্যপণ্যেও নেই স্বস্তি
দেশে ৪ শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, স্কেভেটর ভাঙচুর-সড়ক অবরোধ
প্রবাস- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝