উড়োজাহাজের জ্বালানির দাম ফের বাড়ল
নিউজ ডেস্ক
Publish: Monday, 14 July, 2025, 9:05 PM

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার সংস্থাটির সচিব মো. নজরুল ইসলাম সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ হয়েছে ৯৮ টাকা ২ পয়সা এবং আন্তর্জাতিক রুটের জন্য ৬৪ সেন্ট। বর্তমানে অভ্যন্তরীণ রুটে প্রতিলিটার জেট ফুয়েল বিক্রি হচ্ছে ৯৩ টাকা ৫৭ পয়সায়। আর আন্তর্জাতিকে দাম ৬০ সেন্ট।
নতুন এ দাম কার্যকর সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সবশেষ গত ১৩ মে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। টানা কয়েক বছর ঊর্ধ্বমুখী থাকার পর সে সময় দাম কমায় সরকার। এর আগে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১১১ টাকা। আর আন্তর্জাতিক রুটে ছিল ৭৫ সেন্ট।
একটি ফ্লাইটের ব্যবস্থাপনা ব্যয়ের ৪০ থেকে ৬০ ভাগই নির্ভর করে জ্বালানির দামের ওপর। ফলে জ্বালানির দাম ওঠানামার প্রভাব পড়ে ফ্লাইটের ভাড়ায়।
বাংলাদেশে দেশি–বিদেশি এয়ারলাইনসগুলোকে জ্বালানি সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠান পদ্মা ওয়েল।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: