শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
বিনোদন
অপারেশন সিঁদুর সিনেমার ঘোষণায় ভারতীয়দের ক্ষোভ
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 10 May, 2025, 5:42 PM

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করেছে। চলছে হামলা পাল্টা হামলা। যুদ্ধের হাওয়া দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও। বিভিন্ন অঙ্গনের তারকারা বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। উত্তেজনার প্রভাব দেখা যায় রঙিন পর্দাতেও। বেশ কিছু সিনেমাও নির্মিত হয়েছে ভারতে যেখানে পাকিস্তানের সঙ্গে নানা যুদ্ধের গল্প উঠে এসেছে।

পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। এই অভিযান শুরু হতে না হতেই বলিউডে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানানোর হিড়িক। এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ফাইটার’ সহ এমন অনেক সিনেমা দেখা গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করবেন, সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। গত কয়েক বছরে “উরি”, “ফাইটার”, “ওয়ার”-এর মতো সিনেমার সাফল্য দেখে এবার নির্মাতারা আরও সাহসী হয়ে উঠেছেন। ফলে অভিযান শুরুর পরপরই প্রযোজক, নির্মাতাদের এই আগ্রহ খুবই স্বাভাবিক।

এদিকে এরই মধ্যে যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। আর তা দেখেই ব্যাপক রেগে যায় ভারতীয়দের একাংশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘অপারেশন সিঁদুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেন তারা। রণক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন। পোস্টারের ওপরে লেখা- ‘ভারত মাতা কী জয়।’ আর সেই পোস্টার দেখেই নানা প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা।

তাদের মন্তব্য এমন, ‘জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।’ আরেক নেটিজেনের কটাক্ষ, ‘দেশের সেনাবাহিনী যখন সীমান্তে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, তখন এরা সুযোগ বুঝে মুনাফা লুটছে।’ আবার কেউ সরাসরি ‘নির্লজ্জ, লোভী’ বলে কটাক্ষ করলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

টানা ১৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা জানালো ভারত ও পাকিস্তান
অপারেশন সিঁদুর সিনেমার ঘোষণায় ভারতীয়দের ক্ষোভ
রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
বিনোদন- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝