অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা করা হবে তা জানা যায়নি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসবেন উপদেষ্টার।
বৈঠকের স্থান ও বিষয়ের ব্যাপারে কোনো তথ্য এখনও সংবাদমাধ্যমকে জানানো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।
ডার্ক টু হোপ/এসএইচ