আসন্ন ঈদুল আজহায় আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। যেটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। এবার বিগ বাজেটের এই ছবিতে এক যুগ পর আবারও তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।
এই সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে ‘তাণ্ডব’ টিম। সেটের বেশকিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে।
এবার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। জানা গেছে, সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি। শুধু জয়া নয়, সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফএস নাঈম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
গত ঈদুল ফিতরে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।
ডার্ক টু হোপ/এসএইচ