শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
আন্তর্জাতিক
ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 9 May, 2025, 11:49 PM

ভারত-শাসিত জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় পাকিস্তানের সামরিক বাহিনী ফের ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এর ফলে এসব শহরে সাইরেন বেজে ওঠে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জম্মু, সাম্বা (জম্মু ও কাশ্মীর), পাঠানকোট এবং ফিরোজপুর (পাঞ্জাব) এবং জয়সলমীরে (রাজস্থান) পাকিস্তান থেকে আসা ড্রোনের একটি ঝাঁক দেখা গেছে। বারমের এবং পোখরানে একাধিক বিস্ফোরণের শব্দও এই অঞ্চলগুলিতে শোনা গেছে। ভারতের সেনা বাহিনী এসব ড্রোন প্রতিহত করার কাজ করছে।

এছাড়াও শুক্রবার সন্ধ্যার পর থেকে পাঞ্জাবের অমৃতসরে বিমানবাহিনীর একটি সেনানিবাসের কাছে বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সেখানকার মানুষ।

বার্তসংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঞ্জাবের অমৃতসরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় সাংবাদিক রবিন্দর সিং তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, ‘কিছু সময় আগে, অমৃতসরে আজনলা সড়কের কাছে বিমানবাহিনীর সেনানিবাসের আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এবং সতর্কতা শোনার পর জম্মু শহরে বিদুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক এক্স পোস্টে বলেছেন, ‘আমি যেখানে আছি সেখান থেকে মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ, সম্ভবত ভারী কামানের শব্দ, এখন শোনা যাচ্ছে’। তিনি অন্ধকারে ঢাকা শহরের একটি ছবিও পোস্ট করেছেন, পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘জম্মুতে এখন ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেন শোনা যাচ্ছে।’

ওমর আবদুল্লাহ আরও বলেন, ‘জম্মু এবং তার আশেপাশের সকলের কাছে আমার আন্তরিক আবেদন, দয়া করে রাস্তা থেকে দূরে থাকুন, বাড়িতে থাকুন অথবা নিকটতম স্থানে থাকুন যেখানে আপনি আরামে থাকতে পারেন আগামী কয়েক ঘন্টা। গুজব উপেক্ষা করুন, ভিত্তিহীন বা যাচাই না করা গল্প ছড়াবেন না এবং আমরা একসঙ্গে এটি মোকাবেলা করব।’

এদিকে গতকাল বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। তবে ভারতের এ দাবি অস্বীকার করে পাকিস্তান।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝