শুক্রবার, ৯ মে ২০২৫,
২৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৯ মে ২০২৫
আন্তর্জাতিক
পাকিস্তানে ১৪৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 9 May, 2025, 2:17 PM

ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরায় শুরু হলেও, দেশটির আকাশ পরিবহণ ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। লজিস্টিক এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যার ফলে বহু ফ্লাইট বাতিল হচ্ছে। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ।

সর্বশেষ ফ্লাইট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) ১৪৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে ইসলামাবাদ থেকে ৪২টি, লাহোর থেকে ৩৬টি এবং করাচি থেকে ৩৪টি। 

অন্যান্য বাতিল ফ্লাইটের মধ্যে রয়েছে শিয়ালকোট থেকে ১১টি, পেশোয়ার এবং মুলতান থেকে ৮টি করে, ফয়সালাবাদ থেকে ৬টি এবং কোয়েটা থেকে ৪টি।

করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটি পুনরায় চালু হলেও, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাত্র ছয়টি ফ্লাইট উড্ডয়ন করতে পেরেছে। এর আগে, বুধবার (৭ মে) ৪০০টিরও বেশি ফ্লাইট বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিল। এর মধ্যে ১৩০টি ফ্লাইট বাতিল করা হয় এবং ২৪টি ফ্লাইটকে জরুরি অবতরণের জন্য বিকল্প বিমানবন্দরে স্থানান্তর করা হয়।

বিমান চলাচল পরিষেবা পুনরায় চালু হলেও, এখনো পর্যন্ত দেশব্যাপী ২০০টিরও বেশি নির্ধারিত ফ্লাইটের ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে, যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সরাসরি বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
সৌদি পৌঁছেছেন ৩৬০১৩ বাংলাদেশি, মৃত্যু ৪
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস
পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ বলল আরব আমিরাত
সরকারি আদেশে ভারতে বন্ধ 'দ্য ওয়ার' নিউজ পোর্টাল
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝