Publish: Friday, 9 May, 2025, 8:21 PM

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।
শুক্রবার (৯ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪%।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, আর বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায়।
এদিন সকাল থেকেই প্রখর রোদে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরম বাতাস বয়ে যাচ্ছে। রোদ্রের তীব্রতায় সড়কের পিচ গলে যাচ্ছে।
এদিকে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রোজগারের জন্য তাদের রোদ আর তাপদাহ উপেক্ষা করেই রাস্তায় নামতে হচ্ছে।
এই অস্বাভাবিক গরমে শুধু শ্রমজীবী মানুষ নয়, শিশু, বৃদ্ধ ও অসুস্থরাও চরম দুর্ভোগে পড়েছেন। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগী ভর্তি বাড়ছে বলে জানা গেছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা আরও জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
ডার্ক টু হোপ/এসএইচ