শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
গণমাধ্যম
সরকারি আদেশে ভারতে বন্ধ 'দ্য ওয়ার' নিউজ পোর্টাল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 9 May, 2025, 6:26 PM

জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য ওয়্যারের ওয়েবসাইট (thewire.in) ভারতে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। দ্য ওয়্যারের পক্ষ থেকে আজ শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তারা এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ওয়েবসাইটটি বন্ধের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে। তবে তারা জানতে পেরেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ্য ওয়্যার এই ঘটনাকে ‘নগ্ন সেন্সরশিপের’ শামিল বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে ভারতে যখন সুস্থ, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদমাধ্যমের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন এই ধরনের পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকর।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই স্বেচ্ছাচারী ও অস্পষ্ট সরকারি নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে দ্য ওয়্যারের পক্ষ থেকে গত ১০ বছর ধরে তাদের পাশে থাকার জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এই কঠিন সময়েও সবার সমর্থন কামনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনে তারা কোনো প্রকার বাধার কাছে নতি স্বীকার করবে না।

বিবৃতির শেষে দ্য ওয়্যার ‘সত্যমেব জয়তে’ উদ্ধৃত করে তাদের সত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই ঘটনা ভারতের গণমাধ্যম ও বাকস্বাধীনতার জন্য একটি অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
গণমাধ্যম- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝