শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
গণমাধ্যম
সাংবাদিকদের ওপর নির্যাতনের অভিযোগে ৮৮ প্রবাসী সাংবাদিক বুদ্ধিজীবীর বিবৃতি
অনলাইন ডেস্ক
Publish: Thursday, 3 July, 2025, 2:37 PM

বাংলাদেশে সাংবাদিকদের ওপর ‘নির্যাতন ও বাকস্বাধীনতা হরণের’ অভিযোগ করে বিবৃতি দিয়েছেন বিদেশে থাকা ৮৮ জন সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, সংস্কৃতি ও অধিকারকর্মী।

বুধবার (২ জুলাই) কানাডার বাংলা পত্রিকা নতুন দেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের স্বাক্ষরে এই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, “গত বছরের ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর অবর্ণনীয় নির্যাতনের বিষয়টি প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-গবেষক, সংস্কৃতি ও অধিকারকর্মীরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন। পাশাপাশি বাংলাদেশে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও মতপ্রকাশের নানারকম লিখিত ও অলিখিত নিয়ন্ত্রণ আরোপ করে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে।

যা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত। আমরা প্রবাসে বসবাস করলেও বরাবরের মতই দেশের ভালোমন্দ নিয়ে উৎকণ্ঠিত থাকি। সে কারণে দেশের অমঙ্গলের সমালোচনা ও প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব বলে মনে করি।”

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে গত ১১ মাসে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন প্রক্রিয়ায় ‘সাংবাদিক নির্যাতন’ চলছে। এ সময় অন্তত ৪১২ জন সাংবাদিককে ‘হত্যাসহ হয়রানিমূলক নানা রকম মামলায়’ আসামি করা হয়েছে। ৩৯ জন সাংবাদিককে গ্রেপ্তার, তিন শতাধিক সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সারাদেশে এক হাজারের সাংবাদিকের চাকরিচ্যুতি, ১৬৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। সারাদেশের প্রেসক্লাবগুলো থেকে ১০১ জন সাংবাদিকের সদস্যপদ স্থগিত, বাতিল ও বহিষ্কার করা হয়েছে। এ সময় ‘মিডিয়া দখলের’ মত ঘটনা ঘটেছে বাংলাদেশে।

“জুলাই-অগাস্ট আন্দোলন ও পরবর্তী সময়ে ১০ জন সাংবাদিক নিহত এবং অগণিত সাংবাদিক আহত হলেও সরকারের তরফ থেকে আক্রান্ত সাংবাদিক ও তাদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ানো হয়নি, বরং নির্যাতনের কালো হাতের সম্প্রসারণ ঘটেছে। পত্রিকা অফিসের সামনে মব সৃষ্টি করে ‘জেয়াফত’ করা হয়েছে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বেও সম্ভবত বিরল ঘটনা।”

বিবৃতিতে বলা হয়েছে, নির্যাতনমূলক এসব কর্মকাণ্ড বাকস্বাধীনতা হরণ করছে। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব ঘটনার প্রতিকারে সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং উল্টোটাই দেখা গেছে।

“এতে আমাদের সন্দেহ জেগেছে, খোদ সরকারই নির্যাতন প্রক্রিয়ার সাথে জড়িত। বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবং শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি সরকার প্রধানের দায়িত্বে আছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরাও অতীতে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সোচ্চার ছিলেন। অথচ আজকে তাদের হাতেই সাংবাদিক নির্যাতন ও বাকস্বাধীনতা হরণের ঘটনা ঘটছে, 
যা আমাদেরকে হতাশ ও আহত করেছে।”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন— যুক্তরাজ্য বসবাসরত সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ড. মুকিদ চৌধুরী, সাংবাদিক ও প্রাবন্ধিক সুজাত মনসুর, সাংবাদিক আশেকুন নবী চৌধুরী, সাংবাদিক ও সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক ও  ইউকে বিডি টিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাপ্তাহিক সিলেটের ডাকের সাবেক সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম, কবি টি এম আহমদ কায়সা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার কর্মী জেসমিন চৌধুরী, কবি সফিয়া জাহির , সাংবাদিক ও ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, আইনজীবী ও অধিকার কর্মী ড. রায়হান রশিদ, আইনজীবী ও অধিকার কর্মী ড. নওরীন তামান্না, আইনজীবী ও অধিকারকর্মী ওয়ার্দা ইসলাম, সাংবাদিক মুরসালিন মিজান, অধিকারকর্মী তুষার আহমেদ, সাংবাদিক ও কবি হামিদ মোহাম্মদ।

আরও স্বাক্ষর করেছেন সুইডেন প্রবাসী সাংবাদিক ও লেখক সাব্বির খান, লেখক আকতার জামান, সাংবাদিক   দেলোয়ার হোসেন, সাংবাদিক জাহানারা নুরী, জার্মানি প্রবাসী ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাঁধন মুন্সি, অধিকার কর্মী মারজান প্রধান, সুইজারল্যান্ড প্রবাসী ব্লগার ও অ্যাক্টিভিস্ট আজম খান, যুক্তরাষ্ট্র প্রবাসী একুশে পদকপ্রাপ্ত লেখক ও বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, বিজ্ঞানী ও সমাজচিন্তক বীর মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী, লেখক ও গবেষক ওবায়দুল্লাহ মামুন, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদউল্লাহ, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংবাদিক ও উপস্থাপক তৈমুর ফারুক তুষার, কানাডা প্রবাসী সাংবাদিক ও নতুন দেশ প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক অজয় দাশগুপ্ত, সাংবাদিক ফজলুল বারীসহ আরও ৫৪ জন প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-গবেষক, সংস্কৃতি ও অধিকার কর্মী।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
গণমাধ্যম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝