শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
গণমাধ্যম
অরোরা হাসপাতালে ছাড় পাবেন ডিআরইউ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 30 June, 2025, 9:51 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে। এখন থেকে এই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের চিকিৎসা সেবায় ছাড় পাবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এই চুক্তি সই হয়।

চিকিৎসাসেবাসংক্রান্ত চুক্তিতে অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. সারওয়াত জাবীন, মেডিসিন ও রিউমাটোলোজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, সহকারী জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।

ডিআরইউর পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, অরোরা স্পেশালাইজড হসপিটালের ডিরেক্টর সুপারভিশন মো. হাফিজুর রহমান, করপোরেট মার্কেটিং বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা।

ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার এই চুক্তির আওতায় সেবা গ্রহণ করতে পারবেন। চুক্তি অনুযায়ী সব ধরনের প্যাথলজি পরীক্ষা, রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষা, সব ধরনের দেশি ওষুধ, ইনডোর বেড ভাড়া ও ফিজিওথেরাপি পরিষেবার ওপর নির্ধারিত পরিমাণ ছাড় দেওয়া হবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অরোরা স্পেশালইজড হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে উদ্যোক্তারা সাশ্রয়ী ব্যয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলার চেষ্টা করছেন। যে কারণে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করতে তারা সক্ষম হয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
গণমাধ্যম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝