Publish: Friday, 9 May, 2025, 6:22 PM

পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। শুক্রবার (৯ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি’র বরাত দিয়ে লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিভি জানায়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ভারতীয় ড্রোন এবং রাত থেকে পরবর্তী সময়ে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও নজরদারির কাজে ব্যবহৃত করা হচ্ছিল বলে সূত্রটি জানিয়েছে।
ভারত এখন পর্যন্ত পাকিস্তানের এই ব্যাপক সংখ্যক ড্রোন ভূপাতিতের দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে, আকাশপথে এই উত্তেজনা উভয় দেশের মধ্যে চলমান সংঘাতকে আরও এক নতুন মাত্রা দিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ।
ডার্ক টু হোপ/এসএইচ