শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
বিনোদন
ভারতে ফাওয়াদ-আতিফ-রাহাত ফতেহ আলীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 3 May, 2025, 1:14 PM

কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানও তার মিত্র চীন, সৌদি আরব, ইরান ও মিসরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এ নিয়ে সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো জনপ্রিয় পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলী খানের। এই তিন তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী। তাদের সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ভারতে বাতিল করে দেওয়া হলো। 

এদিকে তাদের সামাজিকমাধ্যমে প্রবেশের চেষ্টা করার সময়, ভারতীয় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম থেকে একটি বার্তা আসে যেখানে লেখা থাকে, "ভারতে অ্যাকাউন্ট উপলব্ধ নেই। এর কারণ হল আমরা এই বিষয়বস্তু সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি।"

ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে - যার মধ্যে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ এবং জিও নিউজের মতো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমও রয়েছে।

ভারতকে লক্ষ্য করে উস্কানিমূলক বিষয়বস্তু, ভুল তথ্য এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বর্ণনা প্রচারের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যে, ফাওয়াদ খান অভিনীত ভারতীয় অভিনেত্রী বাণী কাপুর অভিনীত আসন্ন ছবি "আবির গুলাল"-এর মুক্তি স্থগিত করা হয়েছে। মূলত ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবিটি আপাতত মুক্তি পাচ্ছে না।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
বিনোদন- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝