শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
খেলাধুলা
ইউরোপা লিগের ফাইনালে ইউনাইটেড-টটেনহাম
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 9 May, 2025, 11:48 AM

ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২১ মে স্পেনের বিলবাওতে দেখা যাবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের মধ্যকার অল-ইংলিশ ফাইনাল।

ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইউনাইটেড স্প্যাম্যানচেস্টার ইউনাইটেডনিশ দল অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৭-১ গোল) হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, অপরদিকে টটেনহাম নরওয়ের দল বোডো/গ্লিমটকে ২-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৫–১ অগ্রগামিতা)  ব্যবধানে হারিয়েছে।

ইউনাইটেড এই প্রতিযোগিতায় আট বছরের মধ্যে দ্বিতীয়বার ইউরোপা লিগ জয়ের লক্ষ্যে রয়েছে। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে মরিনহোর কোচিংয়ে ইউরোপা লিগ জিতেছিল রেড ডেভিলরা। অন্যদিকে, টটেনহাম ৪১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় ইউরোপা লিগ জিতে। লন্ডনের এই ক্লাবটি সর্বশেষ এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ১৯৮৩–৮৪ মৌসুমে,  টুর্নামেন্টটি তখন উয়েফা কাপ নামে পরিচিত ছিল। এমনকি দলটি সর্বশেষ ট্রফি জিতেছে ২০০৭–০৮ মৌসুমে। সে বার লিগ কাপের শিরোপা ঘরে তুলেছিল দলটি। 

তবে ফাইনালে টটেনহামের আত্মবিশ্বাসের বড় উৎস হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চলতি মৌসুমের দারুণ সাফল্য। তারা এই মৌসুমেই ইউনাইটেডকে তিনবার হারিয়েছে। প্রিমিয়ার লিগে ৩-০ এবং ১-০ গোলের জয়, পাশাপাশি লিগ কাপে ৪-৩ ব্যবধানে রেড ডেভিলদের হারিয়েছে স্পার্সরা।
যদিও ইউনাইটেডের জন্য টটেনহামের বিপক্ষে মৌসুমটা খুব একটা সুখকর ছিল না, তবু রুবেন আমোরিমের দল ফাইনালে নিজেদের সম্ভাবনা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝