শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
খেলাধুলা
টেস্ট থেকে অবসর নিলেন রোহিত শর্মা
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 7 May, 2025, 11:27 PM

গতবছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিলেন ভারতের অধিনায়ক। ফলে ব্লুজদের জার্সিতে কেবল ওয়ানডেতে দেখা যাবে ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটারকে।

বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী রোহিত। ভিডিওতে অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।’

ভারতের জার্সিতে ২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৩ সালে। কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে নিজের অভিষেক ম্যাচেই ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই তারকা ব্যাটার।  

রোহিত তার ৬৭ টেস্টের ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে করেছেন ৪ হাজার ৩০১ রান। ২০২২ সালে বিরাট কোহলির কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব পান। এরপর ২৪টিতে নেতৃত্ব দিয়ে ১২ টিতে জয়ের বিপরীতে হেরেছেন ৯ ম্যাচে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝