Publish: Friday, 9 May, 2025, 11:45 AM

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাবে ধর্মশালায় নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই বাতিল করা হয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়।
এর আগে, রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ভারতীয় ড্রোন হামলা হয়েছে বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম। এই ঘটনার পর আজকের পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ম্যাচটিও স্থগিত করা হয়। একই মাঠে আগামীকালের ম্যাচ লাহোর–পেশোয়ার ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা আছে।
এদিকে, আইপএলে বৃষ্টির কারণে খেলাটি এক ঘণ্টা দেরিতে শুরু হলে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে তোলে ১২২ রান। প্রিয়াংশ আর্য মাত্র ৩৪ বলে করেন ৭০ রান, আর প্রভসিমরান সিং করেন ৫০ রান। কিন্তু এরপর হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইটে বিপর্যয় দেখা দিলে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় ম্যাচ ভেন্যু থেকে দ্রুত দল ও দর্শককে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, একটি বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার খবরে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি সামনে এসেছে জানিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা শঙ্কা থেকে সবাইকে দ্রুত স্টেডিয়াম ছাড়তে বলা হয়। যদিও পরক্ষণেই বিদ্যুৎ বিভ্রাটকে কারণ হিসেবে দেখানো হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিসিসিআই দুঃখ প্রকাশ করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ