রবিবার, ১১ মে ২০২৫,
২৮ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ মে ২০২৫
খেলাধুলা
টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 5 May, 2025, 12:32 AM

আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা ঘটেছে। তবে আইপিএলে টানা ছয় বলে ছক্কা হাঁকানোর কীর্তি এতদিন ছিল না কোনো ব্যাটারের। অবশেষে আইপিএলে সেই রেকর্ডের খাতা খুলেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।

রোববার (৪ মে) ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের ৫৩তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন মিডল অর্ডার ব্যাটার রিয়ান পরাগ। তবে এক ওভারের সব বলে নয়, দুই ওভার মিলিয়ে খেলা টানা ছয় বলে ৬টি ছক্কা মারেন তিনি। 

১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পারাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার।  পরের ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার।  এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

আইপিএলের ইতিহাসে পরপর পাঁচটি ছক্কা মারার কীর্তি আছে আরও চার জনের। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল এবং ভারতের রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্রা জাদেজা ও রিংকু সিং।

এদিন চারে নেমে ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ।  কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি তিনি। কলকাতার ২০৭ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১ রানে হেরে যায় আইপিএলে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা
আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, কাল বিএনপিকেও নিষিদ্ধ করবে: গয়েশ্বর
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো সরকার
যুদ্ধবিরতির মধ্যেই কাশ্মীরে বিস্ফোরণ, চুক্তির অনিশ্চয়তা
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যা বললেন তামিম ইকবাল
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝