Publish: Saturday, 10 May, 2025, 11:32 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয় না, সমস্যা মনমানসিকতার।”
শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনের শাসন নিশ্চিত হলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, পরে তারা বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি তুলতে পারে।
তিনি আরো বলেন, জামায়াত এখনো নিষিদ্ধ, নিবন্ধন পায়নি। তবু সরকার তাদের গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো—সরকারের অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় কলকাঠি নাড়ছে কারা?
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের প্রসঙ্গে গয়েশ্বর বলেন, দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছেড়েছেন, অথচ কোনো সংস্থা জানে না—এটা অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই—এ কথা আমরা সরকারের মুখ থেকেই শুনতে চাই। আপনারা তো বিদেশ থেকে এনে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তাহলে তারেক রহমানের দেশে না ফেরার মূল কারণ কী—তা জাতিকে জানাতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। বিভিন্ন জোটের নেতারাও সভায় বক্তব্য দেন।
ডার্ক টু হোপ/এসএইচ