শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
লাইফস্টাইল
ইচ্ছাপূরণের দিন আজ
লাইফস্টাইল ডেস্ক
Publish: Tuesday, 29 April, 2025, 5:13 PM

ইচ্ছা, স্বপ্ন, শখ, আকাঙ্ক্ষা যেভাবেই বলা হোক না কেন, প্রতিটা মানুষের মধ্যেই সেটি থাকে। মূলত এটিই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্নহীন মানুষ অনেকটাই মৃত! ব্যক্তিভেদে ইচ্ছের ভিন্নতা হলেও যার যার জায়গা থেকে এর গুরুত্ব সমান। কিন্তু অনেকের অনেক ইচ্ছা পূরণ হয়তো অপূর্ণ থেকেই যায়। তবে, আজকের দিনটাতে কিন্তু নিজের কোনো ছোটখাটো ইচ্ছে বা শখ পূরণ করেই নিতে পারেন। কারণ আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ইচ্ছাপূরণের দিন বা ওয়ার্ল্ড উইশ ডে।

স্বপ্নপূরণের এই বিশেষ দিনের সূচনা যুক্তরাষ্ট্রের ‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’-এর হাত ধরে। কিন্তু এর পেছনে রয়েছে এক ছোঁয়াচে গল্প—এক শিশুর ইচ্ছা আর সমাজের উত্তরে দাঁড়িয়ে যাওয়া।

মাত্র সাত বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত ক্রিস গ্রেসিয়াসের মনে ছিল একটাই স্বপ্ন—পুলিশ হতে চাওয়া। ১৯৮০ সালের এই দিনেই, অ্যারিজোনার পুলিশ বিভাগ তাকে একদিনের জন্য সত্যিকারের পুলিশ অফিসারের সাজে সাজিয়ে সেই ইচ্ছাপূরণ করে।

এরপর ২০১০ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে বিশ্ব ইচ্ছা দিবস হিসেবে । এদিন, যেখানে প্রতিটি স্বপ্নকে সম্মান জানানো হয়, আর বলা হয়—ইচ্ছাগুলো শুধু কল্পনা নয়, বাস্তবও হতে পারে।

পরিশেষে আপনার কাছে মীনার দৈত্য থাকুক আর নাই থাকুক, নিজ দমে নিজের ইচ্ছা পূরণ করতে হবে। মীনার মত শুধু ৩টি নয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্নে দেখতে হবে এবং পূরণ করতে হবে। এদিন পূরণ করুন আপনার মনের সব ইচ্ছা।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
লাইফস্টাইল- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝