মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 13 July, 2025, 12:07 AM

মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন। স্যাগাইংয়ের এক জান্তাবিরোধী যোদ্ধা জানান, শুক্রবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে ৪ শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হন।
হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা নিশ্চিত করেছেন। ভোরের দিকে কয়েকজনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনী। বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
চলতি বছরের মার্চে স্যাগাইং অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ মারা যান। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ।
ওই ভূমিকম্পের পর জান্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরও ওই অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। গত মে মাসে স্যাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: