রবিবার, ১৩ জুলাই ২০২৫,
২৯ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৩ জুলাই ২০২৫
আন্তর্জাতিক
ইইউ-মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 12 July, 2025, 10:26 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা চিঠিতে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে প্রকাশিত আনুষ্ঠানিক চিঠিতে জানান, এই নতুন শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারে মেক্সিকোর ভূমিকা এবং ইইউর সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতাকে এই শুল্ক আরোপের কারণ হিসেবে উল্লেখ করেন।

ইইউ দীর্ঘদিন ধরে ২৭টি সদস্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। তবে ট্রাম্পের এ ঘোষণায় ওই আলোচনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উভয় অংশীদার। ইইউ হুঁশিয়ারি দিয়েছে, এই শুল্ক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাবে। তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী থাকবে বলেও জানিয়েছে। অন্যদিকে মেক্সিকো একে ‘অন্যায় চুক্তি’ হিসেবে অভিহিত করেছে।

সপ্তাহের শুরুতেই ট্রাম্প আরও কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল। পাশাপাশি, তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা চালাল বিক্ষুব্ধ নেতাকর্মীরা
মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩
ইইউ-মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার: তারেক রহমান
চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝