শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫,
৫ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 18 December, 2025, 10:27 PM

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফি আবারও বাংলাদেশে আসছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত বিশেষ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে এই সোনালি শিরোপা। ফিফা জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই ভ্রমণে ১৫০ দিনে বিশ্বের ৩০টি দেশের ৭৫টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে।

কোকা-কোলা বাংলাদেশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, তাদের বিশেষ উদ্যোগেই দেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে ট্রফিটি দেখার এই দুর্লভ সুযোগ পাচ্ছেন। ভক্তদের এই আড়ম্বরে শামিল করতে কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকেট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে।

এই প্রক্রিয়ায় টিকিট পেতে আগ্রহী সমর্থকদের এক লিটারের কোকা-কোলা প্রোমো প্যাক কিনতে হবে। বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে ক্যাপের নিচের ইউনিক কোডটি জমা দিতে হবে। এরপর ফুটবল বিষয়ক একটি কুইজে অংশ নিয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট ও ছবি তোলার সুযোগ পাবেন। প্রতি ঘণ্টায় দ্রুততম উত্তরদাতার হাতে এই পুরস্কার পৌঁছে যাবে এবং আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ফুটবলপ্রেমীদের জন্য এই সুযোগ চালু থাকবে।

ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালে। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের স্বাগতিক হিসেবে থাকছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের এই জমকালো আসর।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর
প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝