বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
২৬ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
মহারাষ্ট্রে গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে ৬ যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 8 December, 2025, 8:37 AM

ভারতের মহারাষ্ট্রে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে ৬০০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে নিহত হয়েছেন ছয় যাত্রী। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজ্যটির নাসিকের কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড় ঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্তের বাসিন্দা বলে জানা গেছে।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাস্থলেই মারা গেছেন ছয়জন। দুর্ঘটনায় সাতজন যাত্রী বহনকারী টয়োটা ইনোভা গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। নিহতরা হলেন- কীর্তি প্যাটেল (৫০), রাসিলা প্যাটেল (৫০), বিঠ্ঠল প্যাটেল (৬৫), লতা প্যাটেল (৬০), বচন প্যাটেল (৬০) এবং মণিবেন প্যাটেল (৭০)। উদ্ধার অভিযান তদারকি করছেন পুলিশ সুপার বালাসাহেব পাতিল।

আবাসিক ডেপুটি কালেক্টর এবং জেলা দুর্যোগ কর্তৃপক্ষের সিইও রোহিতকুমার রাজপুত জানান, পুলিশ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীদের মোতায়েন করে অভিযান চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আর্থিক সহায়তার পাশপাশি সকল উপায়ে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথাও জানান। তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার এবং ঘটনাস্থলে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বিমান বাহিনী, সম্মতিপত্র সই
সাপের ভ্যাকসিনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে শিশুর মৃত্যু
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝