জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে। দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, বিপদের সময়সীমা কেটে যাওয়ায় হোক্কাইডো, আইওয়াতে এবং আওমোরি কিছু অংশে দেয়া সুনামি সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া বিভাগ।
গতকাল সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের উত্তরাঞ্চল। এতে, আওমোরি ও হোক্কাইডোর কিছু অংশে ৭ থেকে ৮ ইঞ্চির সুনামি দেখা গেছে। এসময়, সরিয়ে নেওয়া হয় উপকূলীয় এলাকার বাসিন্দাদের।
ভূমিকম্পের উৎপত্তিস্থল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫০ কিলোমিটার।
ডার্ক টু হোপ/এসএইচ