বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
২৬ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২০
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 9 December, 2025, 4:49 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভবনটিতে অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো।

তিনি আরও জানান, দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। কিছু কর্মচারী সে সময় ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অন্যরা অফিস থেকে বেরিয়ে এসেছিলেন।

কনড্রো বলেন, ‘মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আমরা এখনও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছি।’ ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যেটি খনি থেকে কৃষি খাতে বিমান জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে থাকে বলে জানা গেছে।

কম্পাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে যে কয়েক ডজন অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে থাকা লোকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন এবং কেউ কেউ ভবন থেকে মৃতদেহের ব্যাগ বহন করছেন। পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে ভবনের উঁচু তলা থেকে পালাতেও দেখা গেছে কিছু কর্মীকে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বিমান বাহিনী, সম্মতিপত্র সই
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝