সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
Publish: Sunday, 7 December, 2025, 11:01 PM

কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ ডিসেম্বর শুক্রবার মহেশখালী থানার সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফ বি ‘মায়ের দোয়া’-৩ নামক একটি ফিশিং বোট ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল বোট-এ থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ জেলেদের জিম্মি করে রাখে। ঘটনাস্থল থেকে এফ, বি তাসমীম নামক অন্য ফিশিং বোট গত ৬ ডিসেম্বর সকাল ৮টায় কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
 
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন, মহেশখালী থেকে একটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিশিং বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
কিশোরগঞ্জে বসতঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা
মহারাষ্ট্রে গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে ৬ যাত্রী নিহত
রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার
চাকরিচ্যুত হলেন বিটিআরসির উপ-পরিচালক আমজাদ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝