বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 2 December, 2025, 9:32 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ৭ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসরে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরের চেয়ে বেশি ম্যাচ পাচ্ছে সিলেট ও চট্টগ্রাম।

বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, এবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে মাত্র ১০টি। অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম—উভয় ভেন্যুই পাচ্ছে ১২টি করে ম্যাচ। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি প্লে-অফ ম্যাচসহ ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে মিরপুরের কাঁধেই।

বিপিএলের ১২তম আসরের সূচনা হবে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্বের প্রথম ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই ভেন্যুতে ৬টি ম্যাচ ডেতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আরও ১২টি খেলা। 
এরপর লিগ পর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচের জন্য বিপিএল ফিরবে ঢাকায়। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই পর্বের টানা তিন দিনের খেলার মধ্য দিয়ে ১৭ জানুয়ারি লিগ পর্বের সমাপ্তি ঘটবে।

এরপর একদিন বিরতির পর ১৯ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তারপর একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে, আগামী ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। প্লে-অফের প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

বরাবরের মতো লিগ পর্বে প্রতি দিন দুইটি করে খেলা হবে। শুধু শুক্রবার বাদে অন্যান্য দিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায়।


ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝