বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
বিপিএলের নিলামে দল পেলেন যেসব ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 30 November, 2025, 11:40 PM

বিপিএলের ১২তম আসরের নিলাম থেকে দেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। অংশ নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রেডিসন হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন আরমান রাফী নিজাম।  

দল পাওয়া ক্রিকেটাররা হলেন- এ ক্যাটাগড়ি থেকে ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে মোহাম্মদ নাইম শেখ। ৭৫ লাখ টাকায় রংপুরে লিটন দাস। বি ক্যাটাগড়ি থেকে ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয় ও ৪৪ লাখে রংপুরে শরিফুল ইসলাম। ৫৬ লাখ টাকায় ঢাকায় শামীম পাটয়ারী।

৬৫ লাখ টাকায় রাজশাহীতে তানজিম সাকিব। আর বাধ্য হয়েই ভিত্তিমূল্য ৩৫ লাখে জাকের আলী ও মাহিদুল অংকনকে দলে নোয়াখালী। ভিত্তিমূল্য ৩৫ লাখে সিলেটে পারভেজ ইমন। সি ক্যাটাগড়ি থেকে ৫২ লাখ টাকায় মোহাম্মদ মিঠুন ও ২৮ লাখে সাব্বির রহমান ঢাকায়। ২২ লাখে মাহফিজুল ইসলাম রবিন চট্টগ্রামে। 

বি ক্যাটাগরি থেকে ৬৮ লাখ টাকায় মোহাম্মদ সাইফউদ্দিন ঢাকায়। ৬৫ লাখ টাকায় রাজশাহীতে তানজিম সাকিব, ৪৭ লাখ টাকায় সিলেটে  খালেদ আহমেদ ও ৪৪ লাখে ইয়াসির আলী রাব্বি রাজশাহীতে।

৫৬ লাখ টাকায় নাহিদ রানা রংপুরে। ২২ লাখ টাকায় সিলেটে রনি তালুকদার। ৩৪ লাখ টাকায় আকবর আলী ও ২৫ লাখে রিপন মন্ডল রাজশাহীতে। ডি ক্যাটাগড়িতে হাবিবুর রহমান সোহান ৫০ লাখ টাকায় নোয়াখালীতে। ৪৪ লাখ টাকায় আব্দুল গাফফার, ১৮ লাখ টাকায় জিসান আলম রাজশাহীতে।

ভিত্তিমূল্যে ২২ লাখে সিলেটে ইবাদত হোসেন, ১৮ লাখে রংপুরে নাঈম হাসান, ২২ লাখে সিলেটে আফিফ হোসেন, ৩৭ লাখে চট্টগ্রামে মাহমুদুল হাসান জয়, ৪২ লাখ টাকায় রংপুরে রকিবুল হাসান জুনিয়র, ৩০ লাখে  ঢাকায় তাইজুল ইসলাম, ২৫ লাখে রাজশাহীতে রিপন মন্ডল, ১৮ লাখে রংপুরে কামরুল ইসলাম রাব্বি, চট্টগ্রামে আরাফাত সানি ও ঢাকায় ইরফান শুক্কুর।

অন্যদিকে, সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন- ঢাকায় তাসকিন আহমেদ ও সাইফ হাসান। রংপুরে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। চট্টগ্রামে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম। নোয়াখালীতে সৌম্য সরকার ও হাসান মাহমুদ। সিলেটে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। রাজশাহীতে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

এছাড়াও প্রথম ডাকে অবিক্রিত খেলোড়ায়দের তালিকায় রয়েছে বি ক্যাটাগরির দুই অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝