সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে করেন ৭ রান। তবে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার। ৩৫ বলে ফিফটি করেছেন তানজিদ। টি–টোয়েন্টিতে এটি তার ১১তম ফিফটি।
আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই সমতা ফেরায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। যেখানে ব্যাটে-বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। স্ট্রাইক পেয়ে এক বল পর বাউন্ডারিতে ম্যাচের ইতি টেনে দিলেন পারভেজ হোসেন। দুই বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসে ৩৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লিটন দাসের দল।
৩৬ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ। চারে নেমে ২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রান করেন পারভেজ। তাদের জুটিতে ৫০ বলে আসে ৭৩ রান। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে তিন বিভাগেই ভালো করল বাংলাদেশ।
ডার্ক টু হোপ/এসএইচ