বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খেলাধুলা
আইরিশদের উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 2 December, 2025, 6:06 PM

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে করেন ৭ রান। তবে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার। ৩৫ বলে ফিফটি করেছেন তানজিদ। টি–টোয়েন্টিতে এটি তার ১১তম ফিফটি।

আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দাসের দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই সমতা ফেরায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। যেখানে ব্যাটে-বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। স্ট্রাইক পেয়ে এক বল পর বাউন্ডারিতে ম‍্যাচের ইতি টেনে দিলেন পারভেজ হোসেন। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের ঝড়ো ইনিংসে ৩৮ বল বাকি থাকতেই লক্ষ‍্যে পৌঁছে গেল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে টাইগাররা। ২-১ ব‍্যবধানে সিরিজ জিতেছে লিটন দাসের দল।

৩৬ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ। চারে নেমে ২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রান করেন পারভেজ। তাদের জুটিতে ৫০ বলে আসে ৭৩ রান। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম‍্যাচে তিন বিভাগেই ভালো করল বাংলাদেশ।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝