ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয়েছিল চেলসি। তাতে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থানটা আরও একটু পোক্ত করে নেওয়ার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারল কই! প্রায় এক ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলেও গানার্সদের রুখে দিয়েছে ব্লুজরা।
রোববার (৩০ নভেম্বর) ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটিতে মিকেল মেরিনোকে ফাউল করে লাল কার্ড দেখে ৩৮ মিনিটে মাঠ ছাড়ের চেলসির মইজেস কাইসেদো। ১০ জনের দল হয়ে গিয়েও স্বাগতিকদের হারাতে পারেনি আর্সেনাল। ম্যাচটি তারা ড্র করেছে ১-১ গোলে।
চেলসিকে আর্সেনাল হারাবে কী, বরং নিজেদের মাঠে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে রিস জেমসের কর্নার খুঁজে পায় ত্রেভোহ চালোবাহর মাথা। এক দল খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে অসাধারণ হেডটি চলে যায় আর্সেনালের জালে।
পিছিয়ে পড়ে গোল দিতে মরিয়া হয়ে ওঠা আর্সেনাল দ্রুতই সমতায় ফেরে। ৫৯ মিনিটে তাদের গোলটি এনে দেন সেই মেরিনো, যাকে ফাউল করে লাল কার্ড দেখতে হয়েছে কাইসেদোকে। ম্যাচের এ গোলটিও হেড থেকে। বুকায়ো সাকার অসাধারণ এক ক্রস থেকে হেডে গোলটি পান মেরিনো।
এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৪। ২৪ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে আছে সমান ১৩ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।
ডার্ক টু হোপ/এসএইচ