বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
টেকনোলজি
কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না: গুগলের সিইও
তথ্য ও প্রযুক্তি ডেস্ক
Publish: Friday, 21 November, 2025, 7:57 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বিশ্ব পরিবর্তন করলেও এর ঝুঁকি ও সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তার মতে, প্রযুক্তি যত শক্তিশালী হবে, এর ভুল ব্যবহারের সম্ভাবনাও তত বাড়বে—তাই অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক। সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

সুন্দর পিচাই বলেন, এআই মানুষের জীবনকে সহজ এবং উৎপাদনশীল করে তুলতে পারে, তবে এটি ভুল করতে পারে এবং 'বায়াস' সিদ্ধান্তও দিতে পারে। তাই প্রযুক্তিটিকে ব্যবহার করতে হবে সাবধানতা ও সমালোচনামূলক মূল্যায়নের মাধ্যমে।

পিচাই আরও উল্লেখ করেন, এআই–নির্ভর ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আন্তর্জাতিকভাবে সঠিক নীতি, নিয়ন্ত্রণ এবং নৈতিক কাঠামো তৈরি করা জরুরি। কেবল বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নয়; সরকার, গবেষক ও সাধারণ মানুষেরও সমন্বিত ভূমিকা থাকা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা যত উন্নতই হোক, একে কখনোই ‘অন্ধের মতো’ বিশ্বাস করা ঠিক নয়। মানুষের তত্ত্বাবধানই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

বিশ্ব যখন দ্রুত এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সুন্দর পিচাইয়ের এই সতর্কবার্তা মনে করিয়ে দেয়—প্রযুক্তি শক্তিশালী হলেও এর ওপর অতি-নির্ভরতা ঝুঁকিপূর্ণ। উন্নতির পাশাপাশি নিরাপত্তা ও নৈতিকতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে মোকাবিলা করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সুন্দর পিচাই।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝