কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বড় পরিবর্তন আনতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ এবার সরাসরি যুক্ত হয়েছে গুগল সার্চ সেবায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট বিষয়টি নিশ্চিত করেছে। এটি গুগলের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বড় পদক্ষেপ।
এর আগে, গুগল তাদের নতুন এআই মডেলগুলোর আপডেট বা সংস্করণ বাজারে আনার আগে ব্যবহারকারীদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হতো। কিন্তু এবার সেই নিয়ম বদলেছে। জেমিনি ৩ মডেলটি ঘোষণা হওয়ার পরই সার্চে সক্রিয় হয়ে গেছে এবং ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে এর সুবিধা পেতে শুরু করেছেন।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, ‘জেমিনি ৩ আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি এর সুবিধা পাবেন।’
জেমিনি ৩ বিশ্বব্যাপী এআই কর্মক্ষমতার নানা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে, যা গুগলকে প্রযুক্তি দুনিয়ায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।
নতুন এই মডেলের আরেকটি বড় সুবিধা হলো জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর হয়ে অনেক জটিল কাজও সম্পন্ন করতে পারে। যেমন, চাকরির আবেদন প্রস্তুত করা, ইমেইল পরিচালনা, ভ্রমণ পরিকল্পনা বুকিং, এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার মতো কাজও করতে সক্ষম।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডেমিস হাসাবিস-গুগলের এআই ল্যাবের প্রধান, যিনি দীর্ঘদিন ধরে সর্বজনীন সহকারী তৈরির স্বপ্ন দেখছিলেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্নের বাস্তব রূপ।
এছাড়া, জেমিনি অ্যাপ-এও এসেছে বেশ কিছু পরিবর্তন। এখন থেকে যেকোনো প্রশ্নের উত্তর একটি ওয়েবসাইটের মতো ইন্টারফেসে প্রদর্শিত হবে। এতে চিত্র, ভিজ্যুয়াল উপাদান ও ইন্টারঅ্যাক্টিভ ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে।
বিশ্লেষকদের মতে, এখন আর শুধু গবেষণা বা পরীক্ষামূলক উন্নয়ন নয়, এআই প্রযুক্তি এখন বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। গুগলের ক্লাউড সেবায় এআই প্রযুক্তি দিয়ে আয় বৃদ্ধি পাচ্ছে এবং সার্চ সেবায় জেমিনি ৩ এর অন্তর্ভুক্তি প্রযুক্তি দুনিয়ায় নতুন একটি দিগন্তের সূচনা করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ