Publish: Thursday, 6 November, 2025, 10:50 PM

নিজস্ব এআই টুল জেমিনি-কে ব্যবহার করে গুগল তাঁদের ম্যাপিং প্ল্যাটফর্ম গুগল ম্যাপসে চালু করেছে ভয়েজ নেভিগেশন সুবিধা। ফলে এবার থেকে ভয়েজ কমান্ড দিয়েই সার্চ করা যাবে গুগল ম্যাপসে। বুধবার (৫ নভেম্বর) এক ব্লগ পোস্টে নতুন এই ফিচারের কথা ঘোষণা করেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।
ব্লগ পোস্টে গুগল জানিয়েছে যে, ব্যবহারকারীরা যাতে ভয়েজ কমান্ড দিয়ে আরও সহজে তাঁদের ম্যাপস সার্ভিস ব্যবহার করতে পারে, এ লক্ষ্যেই তাঁরা ভয়েজ কমান্ড ফিচারটি নিয়ে এসেছে।
অর্থাৎ, কনভারসেশন বা কথোপকথনের মাধ্যমে গুগল ম্যাপস নেভিগেট করার সুযোগ করে দিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এর ফলে প্রথমবারের মতো গুগল ম্যাপসে ভয়েস-ভিত্তিক, হ্যান্ডস-ফ্রি নেভিগেশন সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
এই সুবিধাটি নিয়ে আসার ক্ষেত্রে জেমিনি ছাড়াও ব্যবহার করা হয়েছে গুগলে সংরক্ষিত বাস্তব জগত সম্পর্কিত বিস্তৃত তথ্য। এর ফলে ব্যবহারকারীরা এখন থেকে তুলনামূলক জটিল এবং একাধিক-ধাপের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
উদাহরণস্বরুপ, একজন ব্যবহারকারী ভয়েজ কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন, ‘আমি এখন যেখানে অবস্থান করছি এর ১ কিলোমিটারের মধ্যে বিরিয়ানি কোথায় পাব? এরপর রেস্টুরেন্টের নাম পেলে তিনি পাল্টা প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করতে পারেন, ‘এই রেস্টুরেন্টে কী পার্কিংয়ের ব্যবস্থা আছে?’
এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য ক্যালেন্ডার ইভেন্ট যুক্ত করার মতো ব্যক্তিগত কাজও করা যাবে জেমিনি’র সহায়তায়।
এবারের আপডেটের আরেকটি বিশেষ ফিচার হচ্ছে ল্যান্ডমার্ক-ভিত্তিক নেভিগেশন সুবিধা। এবার থেকে গুগল ম্যাপস ব্যবহারকারীকে দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে ‘৫০০ ফুট পরে বাম দিকে মোড় নিন’-এর মতো সাধারণ সংকেত বা বার্তার পরিবর্তে কাছাকাছি পরিচিত কোনো স্থান বা ল্যান্ডমার্কের উল্লেখ করবে। এক্ষেত্রে নির্দেশনা হতে পারে এরুপ, ‘এবিসি পার্কের পর বাম দিকে মোড় নিন।’
গুগল জানিয়েছে যে, তাঁরা ২৫ কোটিরও বেশি অবস্থান বা লোকেশনের তথ্য বিশ্লেষণ করেছে এবং স্ট্রিট ভিউ ইমেজ ক্রস-রেফারেন্সের মাধ্যমে সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্কগুলোকে চিহ্নিত করেছে।
ব্লগ পোস্টে গুগল ম্যাপস সম্পর্কিত আরও কিছু আপডেটও তুলে ধরেছে গুগল। এর মধ্যে আছে সক্রিয় ট্র্যাফিক সতর্কতা ব্যবস্থা (প্রোঅ্যাকটিভ ট্র্যাফিক অ্যালার্ট), যার কল্যাণে গাড়ি চালানোর সময় চালকরা রাস্তাঘাটে কোনো সমস্যা বা বাধার কথা জানতে পারবেন। এমনকি যখন তাঁরা ম্যাপস নেভিগেট করছেন না তখনও এ ধরণের সতর্কতামূলক নোটিফিকেশন পাবেন।
এছাড়া এবারের আপডেটে গুগল ম্যাপসে যুক্ত হয়েছে নতুন লেন্স মোড। ব্যবহারকারীরা এই মোড ব্যবহার করে তাদের ক্যামেরা এবং ভয়েসের মাধ্যমে কাছাকাছি থাকা স্থান বা জায়গা সনাক্ত করতে পারবেন এবং এ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন।
আমেরিকায় অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা চলতি মাস থেকেই গুগল ম্যাপসের নতুন এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য অঞ্চলেও এই সুবিধাগুলো নিয়ে আসা হবে বলে জানিয়েছে গুগল।
তথ্যসূত্র: গুগল, ম্যাশেবল
ডার্ক টু হোপ/এসএইচ