সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ডেপুটি রেজিস্ট্রারের ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ওই পোস্টের পর অভিযুক্ত লাভলু মোল্লা শিশির নামের ওই কর্মকর্তাকে বাসা থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই কর্মকর্তাকে শাহবাগ থানায় সোপর্দ করে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
এদিকে আটক হওয়ার পূর্বে ডেপুটি রেজিস্ট্রার শিশির নিজ সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। যেখানে তিনি বলেন, “প্রিয় ভাইয়েরা, আমাকে গ্রেফতার করতেছে। আমার বাসায় দুই ঘণ্টা যাবৎ মব করার জন্য অনেক লোক আসছে, পুলিশ আসছে। বিনা অপরাধে আমাকে কেন গ্রেফতার করছে, আমি জানি না। আমি বাসায় ছিলাম, এখনও আছি। এখন সকলে মিলে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ আমি কোন অন্যায় করি নি। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা সামাজিক মাধ্যমে জানান, লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাভলুকে পুলিশ গ্রেফতার করেছে। লাভলু সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিল। গত পাঁচ আগস্টের পরই আমরা এসব ক্যাডারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আসছি। আমাদের সুশীলতা দেখানোর ফলেই আজকে ওরা এমন দুঃসাহস দাবি পাচ্ছে।
তিনি আরও জানান, মুজিবকোট পরিহিত শিক্ষক নামের কলঙ্ক জঙ্গিগুলোর বিরুদ্ধেও প্রশাসন শীঘ্রই ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান।
প্রসঙ্গত, আটককৃত লাভলু মোল্লা শিশির বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাবি সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
ডার্ক টু হোপ/এসএইচ