মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিক্ষা
বিসিএসের প্রশ্নের ধরনে আসছে বড় পরিবর্তন
নিউজ ডেস্ক
Publish: Monday, 17 November, 2025, 4:08 PM

বিসিএসের সিলেবাস ও প্রশ্নের ধরনে বড় পরিবর্তন আনতে কর্মশালা করা হয়েছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়।

কর্মশালায় জানানো হয়, বিদ্যমান বিসিএস সিলেবাসের বেশ কিছু অংশ অপ্রয়োজনীয়, অস্পষ্ট ও অতিরিক্ত দীর্ঘ হওয়ায় তা প্রার্থীদের প্রস্তুতির জন্য স্পষ্ট নির্দেশনা দিতে পারছে না। মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, আধুনিক ও স্বচ্ছ একটি নতুন সিলেবাস প্রণয়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

আর ধাপে ধাপে এ পরিবর্তন আনা হবে এবং যথাযথ সময় হাতে রেখে তা প্রার্থীদের জানানো হবে বলে কর্মশালায় আলোচনায় উঠে আসে।

‘কনসাল্টেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক এই কর্মশালা উঠে আসে, বর্তমানে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস ও প্রশ্নপত্র তৈরির কাঠামো রয়েছে, তা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে।

চলমান গবেষণায় দেখা গেছে, সিলেবাসের কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অংশ অস্পষ্ট এবং কিছু অংশ অতিরিক্ত দীর্ঘ, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য পরিষ্কার নির্দেশনা দেয় না। ফলে সিলেবাস পরিবর্তন এখন সময়ের দাবি বলে কর্মশালায় মত দেওয়া হয়।

বিপিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কর্মশালায় বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।

কর্মশালায় বিপিএসসির সদস্যরা, ইউএনডিপির প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর
লিবিয়া থেকে দেশে ফিরলো ১৭০ বাংলাদেশি
ভোলায় খামারে হামলা, ব্যবস্থাপককে মারধর করে ১২টি মহিষ লুট
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝