মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিক্ষা
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ
নতুন জিপিএ-৫ ৫৫৫ জন, ফেল থেকে পাস ১৪৭৯
নিউজ ডেস্ক
Publish: Monday, 17 November, 2025, 9:34 AM

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৫৫৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। নতুন করে পাস করেছেন ১ হাজার ৪৭৯ জন। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন। গতকাল ১১টি বোর্ডে পুনর্নিরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীর এসব গ্রেড ও ফল পরিবর্তনের তথ্য মিলেছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বলছেন, গত মাসে প্রকাশিত ফলাফলে যেসব পরীক্ষার্থী কাক্সিক্ষত ফল পাননি তারা নির্দিষ্ট সময়ের  মধ্যে অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ২০১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এবং ৩০৮ জন ফেল থেকে পাস করেছেন। চট্টগ্রাম বোর্ডে ৩৯৩ জন ফেল থেকে পাস এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১০৩ জন এবং ফেল থেকে পাস ২২৫ জন।

যশোর বোর্ডে ৭২ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। এই বোর্ডের একজন পরীক্ষার্থী ফেল করেও পুনর্নিরীক্ষণে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন। দিনাজপুর বোর্ডে নতুন করে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। সেই সঙ্গে ৮৫ জন নতুন করে পাস করেছেন।

রাজশাহী বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। ফেল থেকে পাস করেছেন ৫৩ জন। বরিশাল বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন, ফেল থেকে পাস করেছেন ১৯ জন। কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। ১০৮ জন ফেল থেকে পাস করেছেন।

সিলেট বোর্ডে নতুন করে পাস করেছেন ৩১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। ফেল থেকে পাস করেছেন ৪৫ জন। কারিগরি বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন, ফেল থেকে পাস করেছেন ১৫৮ জন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর
লিবিয়া থেকে দেশে ফিরলো ১৭০ বাংলাদেশি
ভোলায় খামারে হামলা, ব্যবস্থাপককে মারধর করে ১২টি মহিষ লুট
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝