মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
ভোলায় খামারে হামলা, ব্যবস্থাপককে মারধর করে ১২টি মহিষ লুট
ভোলা প্রতিনিধি
Publish: Tuesday, 18 November, 2025, 1:26 PM

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গাজীপুর মাঝের চর এলাকায় এক খামারে হামলা চালিয়ে ব্যবস্থাপককে মারধর করে ১২টি মহিষ লুটের অভিযোগ উঠেছে। খামারি মো. ফারুক (৪৫) ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর রাত প্রায় ১১টার দিকে মো. রফিক, মো. মঞ্জুর আলম, নিজাম, মাইন উদ্দিন, মো. আবুল কালাম, মো. সবুজসহ আরও পাঁচ-ছয়জন অস্ত্রধারী খামারে ঢুকে ১২টি মহিষ লুট করতে চেষ্টা করেন। খামারের তত্ত্বাবধায়ক মো. মনির বাধা দিলে তারা কিল, ঘুষি ও লাথি মেরে তাকে জখম করেন।

মনির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যান এবং ১০টি দুই বছর বয়সী বাছুর ও দুটি বড় মহিষসহ মোট ১২টি মহিষ নিয়ে চলে যান। খামারের মালিকের মতে, মহিষগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।

মো. ফারুক বলেন, ‘বিবাদীরা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও মহিষ ডাকাত। দীর্ঘদিন ধরে তাঁরা অস্ত্র দেখিয়ে মানুষের খামার ও গবাদিপশু লুট করে আসছেন। আমার খামারের ১২টি মহিষ জোর করে নিয়ে গেছেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
জাতীয় নির্বাচনে মোটরসাইকেল বন্ধ থাকবে ৩ দিন
এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝