Publish: Saturday, 25 October, 2025, 12:10 AM

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার কালশী সড়কে একটি ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তবে ফায়ার সার্ভিসের সার্চ অপারেশন চলছে।
এর আগে রাত ১০টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত। ছয়তলায় বিউটি ফ্যাশন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা ছিল।
তবে বিকালেই সব শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন কারখানার মালিক লিটন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ডার্ক টু হোপ/এসএইচ