Publish: Friday, 24 October, 2025, 10:53 PM

রাজধানীর মিরপুর-১২ এলাকার বিবাহবাড়ী কমিউনিটি সেন্টারের পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ তলা ভবনের নিচের তলা কমিউনিটি সেন্টার, আর উপরের চার তলায় একটি ছোট গার্মেন্টস রয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর-১২ এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। আরো দুটি ইউনিট পথে রয়েছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন।
ডার্ক টু হোপ/এসএইচ