Publish: Monday, 8 September, 2025, 10:47 PM

দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি অনেকটাই কমেছে গত বেশ কিছুদিনে। বাংলা বর্ষপঞ্জি কেউ মনে রাখুক বা না রাখুক, অস্বস্তিকর ভ্যাপসা গরম প্রতিদিন ঠিকই মনে করিয়ে দিচ্ছে ভাদ্র মাসের কথা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভাদ্রের গরমের এই ধারা একইরকম থাকতে পারে অন্তত আগামী বুধবার পর্যন্ত। খুব বেশি না হলেও বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি আবার কিছুটা বাড়তে পারে। এতে কিছুটা স্বস্তি মিলতে পারে গরম থেকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার বৃষ্টি আরো কমতে পারে। বুধবারও কম থাকবে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। তখন গরমও কিছুটা কমতে পারে।’
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১৬টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৬০ মিলিমিটার। ঢাকায় এ সময় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে, ৩৬.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ডার্ক টু হোপ/এসএইচ