সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫,
২৪ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 8 September, 2025, 12:01 AM

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন নতুন ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’, যা ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সাফল্য দেখিয়েছে।

রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে এ ভ্যাকসিন।

রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, এটি হবে বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিন, যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ প্রযুক্তি আগে করোনা টিকা তৈরিতেও ব্যবহার হয়েছিল।

গবেষকরা জানান, এন্টারোমিক্স ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ের চিকিৎসায় বেশি কার্যকর। এটি শুধু ক্যানসার কোষ ধ্বংস করে না, বড় টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয়। সবচেয়ে আশার কথা, পরীক্ষায় অংশগ্রহণকারীদের কারও শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার ও ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে টিকাটি তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, অনুমোদন পেলে এ ভ্যাকসিন ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা
ক্যালেন্ডার মেনে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ
সোনার দাম আরো বাড়ল
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝