সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫,
২৪ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ইউক্রেনে শান্তিরক্ষায় বাংলাদেশি সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 7 September, 2025, 7:59 AM

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল তৈরি করা হতে পারে, যার রক্ষণাবেক্ষণে নেতৃত্বের ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র। ওই নিরাপত্তা অঞ্চল রক্ষায় বাংলাদেশ এবং সৌদি আরবের মতো মার্কিন নেতৃত্বাধীন সামরিক— ন্যাটোর সদস্য নয় এমন দেশের সেনা মোতেয়েনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন । 

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

বিষয়টি সম্পর্কে অবগত চার কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ বেসামরিক এলাকা, যা ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে গড়ে তোলা হবে। এরপর ওই বাফান জোন এক বা একাধিক ন্যাটোর সদস্য নয় এমন দেশের সেনা মোতায়েন করা যেতে পারে, যেমন সৌদি আরব বা বাংলাদেশের সেনা।
 
অন্যদিকে প্রযুক্তিগত সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র ড্রোন ও স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। তবে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। 

পৃথকভাবে এনবিসি নিউজ আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। এমনকি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের সম্ভাবনাও খুব একটা নেই বলে মনে করছেন তিনি।
 
গত মাসে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের বহুল আলোচিত এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলেও যুদ্ধ শেষ করতে রাশিয়ার শর্তগুলো শিথিল করার মতো পরিস্থিতি দেখা যায়নি। এখন পর্যন্ত এমন বৈঠকের জন্যও মস্কোর পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এনবিসির এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং হোয়াইট হাউসের কমকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
 
সূত্র: রয়টার্স

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা
ক্যালেন্ডার মেনে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ
সোনার দাম আরো বাড়ল
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝