সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫,
২৪ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
জাতীয়
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
নিউজ ডেস্ক
Publish: Sunday, 7 September, 2025, 8:48 PM

কর্মবিরতিতে যাওয়া পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হবে। 

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এ সেবা বিঘ্নিত করা বা বাধা প্রদান করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া পূরণের জন্য প্রচেষ্টা চলছে এবং সরকার এ বিষয়ে সংবেদনশীল। তবে, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা মেনে নেওয়া হবে না।

তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা
ক্যালেন্ডার মেনে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ
সোনার দাম আরো বাড়ল
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝