সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫,
২৪ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
জাতীয়
এনবিআরের সেই মতিউরকে অনৈতিক সুবিধা : ১১ পুলিশ সদস্য বরখাস্ত
নিউজ ডেস্ক
Publish: Sunday, 7 September, 2025, 7:47 AM

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

অফিস আদেশে বলা হয়েছে, হাজতি মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকায় আদালতে হাজির করা হয় এবং হাজিরা শেষে তাকে ফেরত আনার পথে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়। যাত্রাবিরতির সময় খাবারের ব্যবস্থা করা হয়। স্কর্ট ইনচার্জের ব্যবস্থাপনায় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয় এবং অন্যান্য পুলিশ সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো প্রচলিত স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী এবং ইনচার্জের দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ পাওয়া যায়। তবে তারা উপস্থিত থেকেও হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর অনিয়ম প্রতিরোধে উদ্যোগ নেননি, যা তাদের দায়িত্ব পালনে অবহেলার ইঙ্গিত বহন করে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দলের সদস্যরা হাজতিকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের শর্তে উৎকোচ গ্রহণ করেন।

সার্বিকভাবে পর্যলোচনায় প্রতীয়মান হয় যে, হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর ঘটনা সত্য এবং এটি স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী।

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরকে বহনকারী পুলিশের ওই গাড়িটি শনিবার বিকেলে যাত্রাবিরতির মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুলকারনাইন সায়ের। সেখানে তিনি ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন।

গত বছর কোরবানি ঈদের আগে ছেলকে ১৫ লাখ টাকায় ছাগল কিনে দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গত ১৪ জানুয়ারি রাতে স্ত্রীসহ গ্রেফতার হন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান।

দুর্নীতির মামলার শুনানির জন্য গত ১২ আগস্ট মতিউরকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেয়া হয়। ওইদিন শুনানি শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দীর্ঘ সময় যাত্রাবিরতি করে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা
ক্যালেন্ডার মেনে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ
সোনার দাম আরো বাড়ল
পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝