শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
মুন্সিগঞ্জে মদপানে চারজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Saturday, 6 September, 2025, 7:34 AM

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজন মারা গেছেন। স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত মদপানে মারা গেছেন তাঁরা। এই ঘটনায় আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তাঁরা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

মৃতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝