শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক
Publish: Saturday, 6 September, 2025, 12:25 AM

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত হয়েছেন রফিক (৫০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টার থেকে জানানো হয়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝