শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
মুন্সিগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 5 September, 2025, 11:30 PM

মুন্সিগঞ্জ সদরে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকায় বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধরা হলেন— শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ পারভেজ জানান, হাসপাতালে আনা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জন ককটেলের আঘাতে আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝